ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনে সবকটি ফেরি চলবে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সবকটি ফেরি চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঘরমুখো মানুষ ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ লাঘবে এ সিদ্ধান্ত নিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

আজ সোমবার (১০ মে) বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান একথা বলেন।

তিনি বলেন, ঘরমুখো মানুষ ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরির সংখ্যা বাড়ানো হচ্ছে। প্রয়োজন হলে সবকটি ফেরি চলাচল করবে। পরবর্তী নির্দেশ না দেয়া পযর্ন্ত এই পারাপার অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রুট দিয়ে সব ধরনের ফেরি চলাচল করবে।