জয়ের জন্য বাংলাদেশকে ৪৩৭ রানের টার্গেটে দল শ্রীলঙ্কা

বাংলাদেশ-শ্রীলংকা দ্বিতীয় টেস্টের নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রান করে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে চতুর্থ ইনিংস বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য দাড়িয়েছে ৪৩৭ রান।

তাইজুল ইসলামের ৫ উইকেট শিকারের দিনে বাংলাদেশ ৪৩৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। এই রান তোলার জন্য বাংলাদেশের হাতে আছে এখনো ৫টি সেশন। জিততে হলে ইতিহাস গড়েই জিততে হবে বাংলাদেশকে।

বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৫ টি, মিরাজ ২ টি, তাসকিন ও সাইফ একটি করে উইকেট নেন। শ্রীলঙ্কার অধিনায়ক করুনারত্নে করেন ৬৬ রান।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ৪৯৩/৭ ডিক্লেয়ার (১৫৯.২ ওভার, প্রথম ইনিংস)
থিরিমান্নে ১৪০, করুনারত্নে ১১৮, ডিকভেলা ৭৭*, ওশাদা ৮১, রমেশ ৩৩, নিশাঙ্কা ৩০;
তাসকিন ৪/১২৭, তাইজুল ১/৮৩, শরিফুল ১/৯১, মিরাজ ১/১১৮।

বাংলাদেশ ২৫১/১০ (৮৩ ওভার, প্রথম ইনিংস)
তামিম ৯২, মুমিনুল ৪৯, মুশফিক ৪০, সাইফ ২৫, মিরাজ ১৬, শান্ত ০;
প্রবীণ ৬/৯২, লাকমল ২/৩০, রমেশ ২/৮৬।

শ্রীলঙ্কা ১৯৪/৯ ডিক্লেয়ার (৪২.২ ওভার, মধ্যাহ্ন বিরতি )
করুনারত্নে ৬৬, ধনাঞ্জয়া ৪১, নিশাঙ্কা ২৪;
তাইজুল ৫/৭২, মিরাজ ২/৬৬, সাইফ ১/২২, তাসকিন ১/২৬।

বাংলাদেশের লক্ষ্য ৪৩৭ রান।