দর্শকদের জন্যই আমাদের এই কঠোর পরিশ্রমঃ তামিম ইকবাল

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। তার ওপর বায়োবাবলের ক্লান্তি। ফলস করোনা পজিটিভ রিপোর্টের কারণে সিরিজ শুরুর প্রাক্বালে তো এক চোট হইচইও হয়ে গেল। এতকিছুর পরও ক্রিকেটাররা দর্শকদের জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যায়।

গতকাল রবিবার (২৩ মে) শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে শুভসূচনাও হল বাংলাদেশের।

তামিম বলেন, ক্রিকেটের প্রতি মানুষের আবেদনের জন্যই তাদের এত নিবেদন। দেশের প্রতি সবার আবেগ থেকেই এই কঠোর পরিশ্রম করে। আমাদের দর্শক, সমর্থকরা কতটা ক্রিকেট অনুরাগী তা তো জানেন। তাদের জন্যই আমাদের এই কঠোর পরিশ্রম। এই সিরিজের পর টানা ক্রিকেট আছে। আল্লাহ জানেন কী হবে।

তামিম আরও বলেন, পরাজয়ে কোনো আনন্দ নেই। অবশেষে জয় দেখলাম। ১০ ম্যাচ ধরে জয় পাচ্ছিলাম না। এই জয় তাই অনেক আনন্দের। ছেলেরা সবাই খুশি। তবে আমরা জানি, কাজ এখনও শেষ হয়নি। আরও দুই ম্যাচ বাকি আছে। পরের ম্যাচেও আমাদের ভালো করতে হবে।