দীর্ঘ ৮৬ বছর পর আয়া সোফিয়া মসজিদে পবিত্র শবে কদর উদযাপন

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বর্ণিল সাজে সেজে ওঠে তুরস্কের বিখ্যাত স্থাপনা আয়া সোফিয়া। দীর্ঘ ৮৬ বছর পর এবারই প্রথম আয়া সোফিয়ায় লাইলাতুল কদর উদযাপিত হয়।

তুরস্কের ইস্তাম্বুল নগর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ ৮৬ বছর জাদুঘর হিসেবে ব্যবহৃত হওয়ার পর গত বছর আয়া সোফিয়ার দুই মিনারের মধ্যে বিশেষ বৈদ্যুতিক আলোকরশ্মি যুক্ত করা হয়।

বিভিন্ন উপলক্ষে আয়া সোফিয়ার দুই মিনারের মধ্যবর্তী আলোকরশ্মি জ্বলে ওঠে। এরই ধারাবাহিকতায় এ রমজানে শবেকদর উপলক্ষে ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ লেখা আলোকরশ্মি জ্বলে ওঠে।

সূত্র :আনাদোলু এজেন্সি