দ্বারে দ্বারে ঘুরেও হলো না সৎকার, বাড়িতেই পড়ে রইল ২১ ঘণ্টা

করোনার ভয়াবহ তান্ডব নিয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে কোভিডে মৃতদের দেহ সৎকার নিয়ে গত কয়েক দিনে একের পর এক অভিযোগ এসেছে। গত রোববারও বেহালায় তার ব্যতিক্রম হলো না। করোনা আক্রান্ত হয়ে ছেলের মৃত্যুর ২১ ঘণ্টা পর পৌরসভা সৎকারের ব্যবস্থা করে।

তার আগে, ছেলের দেহ নিয়ে অসহায়ভাবে দ্বারে দ্বারে ঘুরেছেন বাবা। কিন্তু কোথাও সৎকারের ব্যবস্থা করতে পারেননি। এমনকি পৌরসভার হেল্পলাইন নম্বরে ফোন করেও কাজ হয়নি।

আনন্দবাজার পত্রিকা জানায়, প্রবীর চট্টোপাধ্যায় নামে ৪৫ বছর এর এক ব্যক্তির মৃতদেহ রোববার (২ মে) বিকেল তিনটা থেকে তার বাড়িতেই পড়ে ছিল। তার বাড়ি বেহালার বৈশালীপাড়ার হরিদেবপুর থানার ভূবন মোহন রায় রোডে। তিনি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

এদিকে করোনা আক্রান্তের মৃতদেহ পড়ে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। অবশেষে সোমবার (৩ মে) বেলা ১২টার পর সেই দেহ নিয়ে যায় পৌরসভার গাড়ি।