দ্বিতীয়বারের মতো লন্ডনের মুসলিম মেয়র হলেন সাদিক খান

রেকর্ড ২০ জন প্রার্থীর নির্বাচনী লড়াইয়ে বিপুল ভোটে দ্বিতীয় বারের মতো ব্রিটেনের রাজধানী লন্ডনের মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করলেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। ইউরোপের ইতিহাসে তিনি সর্ব প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয়বারের মতো লন্ডনের মুসলিম মেয়র হলেন সাদিক খান।

গতকাল শনিবার (৮ মে) রাতে তিনি তার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী শন বেইলিকে পরাজিত করেন। প্রথম রাউন্ড ভোটে কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারার পর দ্বিতীয় রাউন্ডে সাদিক খান ৫৫ দশমিক ২ ভাগ পপুলার ভোট পেয়ে নির্বাচিত হন। ২০১৬ সালে সাদিক খান ইউরোপের কোনো রাজধানী নগরীর প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছিলেন।

বিবিসি জানায়, পুরো নির্বাচনী প্রক্রিয়াতেই সাদিক খান এগিয়ে ছিলেন। সাদিক খান ১২ লাখ ৬ হাজার ৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রার্থী সাউন বেইলি পেয়েছেন ৯ লাখ ৭৭ হাজার ৬০১ ভোট। তৃতীয় স্থানে থাকা গ্রিন পার্টির প্রার্থী সায়ান বেরির প্রাপ্ত ভোট এক লাখ ৯৭ হাজার ৯৭৬। তবে ২০১৬ সালের মতো এবার সাদিক খান রেকর্ড সৃষ্টিকারী ভোট পেতে ব্যর্থ হয়েছেন।

১৯৭০ সালের ৮ অক্টোবর সাউথ লন্ডনে পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানের জন্ম। তার বাবা আমানুল্লাহ ও মা সেরুন ১৯৬৮ সালে পাকিস্তান থেকে লন্ডন যান। সাদিক খানের স্ত্রীর নাম সাদিয়া। তাদের দু’মেয়ে রয়েছে।