পবিত্র মসজিদ আল-আকসা এলাকায় ইহুদিদের মিছিলের ঘোষণায় নতুন উত্তেজনা

জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসা এলাকায় ইহুদি জাতীয়তাবাদীদের মিছিলের ঘোষণায় নতুন করে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে।

বিবিসি জানিয়েছে, সোমবার বার্ষিক জেরুজালেম দিবস উপলক্ষে পতাকা মিছিলের আয়োজন করেছে ইহুদি জাতীয়তাবাদীরা। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে পূর্ব জেরুজালেম দখলের স্মরণে এই দিবস পালন করা হয়।

সোমবার সকালে এ পতাকা মিছিল বের করে আল-আকসা দখল করতে যায় ইহুদিবাদীরা।এ সময় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইহুদিরা।

১৯৬৭ সালে জেরুজালেমের একটি অংশ দখল করে ইসরাইলিরা।এ দিবসটির স্মরণে প্রতিবছর ১০ মে জেরুজালেমে পতাকা মিছিল বের করে ইহুদিরা।

ফিলিস্তিনিরা একে নির্বিচারি উস্কানি হিসেবে দেখে থাকে।