পাকিস্তানের অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেন বাবর আজম

দক্ষিণ আফ্রিকার পর জিম্বাবুয়ের বিরুদ্ধেও সিরিজে জয় পেয়েছে পাকিস্তান। সেই সঙ্গে রেকর্ড গড়লেন বাবর আজম। অধিনায়ক হিসেবে প্রথম ৪ টেস্টেই জয় পেলেন তিনি। পাকিস্তানের অধিনায়ক হিসেবে প্রথম কোনো ক্রিকেটার এই কীর্তি গড়লেন।

বছরের শুরুতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে টেস্ট এবং টি২০ সিরিজে হারিয়ে দেয় পাকিস্তান। এরপর দক্ষিণ আফ্রিকায় গিয়েও টি২০ এবং একদিনের সিরিজ জেতেন বাবররা। জিম্বাবুয়ের সফরে গিয়েও টি২০ এবং টেস্ট সিরিজ জিতে নিলেন তারা। টানা ৬টা সিরিজ জয় পাকিস্তানের।

উল্লেখ্য, এর আগে এমন ঘটনা ঘটেছে ছয়বার। ২০১১-১২ সালে টানা ১৩টি সিরিজ জিতেছিল পাকিস্তান। ২০১৫-১৬ সালে পরপর ৯টি সিরিজ যেতে তারা। টানা ৮টি সিরিজে জয় আসে ২০০১-০২ সালে। ১৯৯৩-৯৪ এবং ২০১৭-১৮ সালে টানা ৬টি সিরিজ জিতেছিল পাকিস্তান।