ফিলিস্তিনে মানুষের প্রাণহানি আর মেনে নেয়া যায় না: রাশিয়া

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনে গভীর উদ্বেগ জানিয়েছে রাশিয়া। এসময় রুশ নেতা বলেছেন, গাজায় আর কোনো নিরীহ মানুষের প্রাণহানি মেনে নেয়া যায় না।

গতকাল বুধবার (১৯ মে) রাশিয়ায় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত অ্যালেক্সান্দার বেন বির সঙ্গে বৈঠক করেছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ।

এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব মেটাতে সরাসরি আলোচনার আয়োজন করায় রাশিয়ার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন বোগদানোভ।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বল্রন, ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতির দিতে নিবিড়ভাবে নজর রাখছে রাশিয়া। সেখানে সাম্প্রতিক উত্তেজনা কমানোর চেষ্টা করছে মস্কো।

দিমিত্রি পেসকভ আরও বলেন, আমরা সহিংসতায় সব পক্ষকে সংযমের আহ্বান জানাই। উভয় পক্ষই যেন নিজ নিজ বক্তব্যের মাধ্যমে ‘আগুনে ঘি ঢালার’ মতো কাণ্ড না ঘটনায় সে বিষয়ে সচেতন থাকারও আহ্বান জানান এ কর্মকর্তা।