বড় দুঃসংবাদ পেলেন আফ্রিদি

বড় দুঃসংবাদ পেলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এই অল-রাউন্ডার নিয়মিত খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। যেখানে প্রাধান্য পায় তার দেশের পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

তবে জুন-জুলাইতে সংযুক্ত আরব আমিরাতে আসরের বাকি ম্যাচগুলো আয়োজনের সবুজ সংকেত পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না আফ্রিদি।

পিএসএল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মেরুদণ্ডের নিচের অংশে ব্যথার কারণে দল থেকে না সরিয়ে নিয়েছেন তিনি। বিজ্ঞপ্তিতে তারা জানান, মেরুদণ্ডের নিচের অংশে ব্যথার কারণে মুলতান সুলতানসের হয়ে খেলা হচ্ছে না শহীদ আফ্রিদির। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে।

উল্লেখ্য, ৪১ বছর বয়সী আফ্রিদি পিএসএলের ষষ্ঠ আসরে চারটি ম্যাচ খেলেছেন। যেখানে মাত্র ২টি উইকেট নেন আর ব্যাট হাতে করেন মাত্র ৩ রান।