মমতার বিরোধী দলনেতা হলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার কলকাতার হেস্টিংসে নির্বাচনী কার্যালয়ে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন তৃণমূলের এক সময়কার সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়। সেই প্রস্তাবে সমর্থন দেন বিজেপির নবনির্বাচিত ২২ জন বিধায়ক। শুভেন্দুর নামের বিপরীতে আর কোনো নাম আসেনি। ফলে সর্বসম্মতিতে বিরোধী দলনেতা নির্বাচিত হন শুভেন্দু।

উল্লেখ্য, গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট আট দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯২টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ২১৩টি আসনে। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে। প্রার্থীর মৃত্যুর কারণে ২টি আসনে নির্বাচন স্থগিত রয়েছে।