যোগীর অক্সিজেন তৈরির ‘অভূতপূর্ব’ উপায় নিয়ে বিতর্ক

মহন্ত যোগী আদিত্যনাথ হলেন একজন ভারতীয় পুরোহিত তথা একজন হিন্দুত্ববাদী রাজনীতিবিদ। করোনাভাইরাস পরিস্থিতিতে অক্সিজেনের ঘাটতি মেটাতে ‘অভূতপূর্ব’ উপায় বের করেছে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, একটি মৌলকে কীভাবে অন্য একটি মৌলে রূপান্তর করা যায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতর থেকে অভূতপূর্ব সেই সম্ভাবনারই ইঙ্গিত দিয়েছে। যা ঘিরে রীতিমত চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।তার অফিস থেকে টুইট করে এর জন্য আইআইটি কানপুরের থেকে সাহায্যের আবেদনও করা হয়েছে।

টুইটে আরও বলা হয়, অক্সিজেনের সরবরাহ বজায় রাখার জন্য সবরকম প্রচেষ্টা করতে হবে সরকারকে। সব রকম সম্ভাবনা এবং বিকল্পের সদ্ব্যবহার করতে হবে। আইআইটি কানপুর এবং অন্য বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে দেখতে হবে নাইট্রোজেন থেকে অক্সিজেন তৈরির সম্ভাবনা।

এমন টুইট দেখে প্রত্যুত্তর থেকে নিজেদের বিরত রাখতে পারেননি নেটিজেনরা। নাইট্রোজেনের ‘এন’ এবং অক্সিজেনের ‘ও’ মিলিয়ে ইংরেজি শব্দ ‘নো’ লিখে পোস্ট করেছেন একজন।