শ্বশুর আফ্রিদির রেকর্ড ভেঙে দিলেন হবু জামাই

সবকিছু ঠিকঠাক কয়েকদিন বাদেই দুই পরিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। একথা সবারই জানা। হ্যা বলছি পাকিস্তানের দুই জনপ্রিয় ক্রিকেটার, শহীদ আফ্রিদি ও শাহিন শাহ আফ্রিদির কথা।

খুব শীঘ্রই আত্মীয়তার বন্ধনেও আবদ্ধ হবেন বিশ্ব ক্রিকেটের পরিচিত এই দুইজন। পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শাহিদ আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদিকে বিয়ে করতে চলেছেন বর্তমানে পাকিস্তান দলে দাপটের সাথে খেলা তরুণ পেসার শাহিন আফ্রিদি।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে একটা রেকর্ডের দিকে থেকে হবু শ্বশুরকে ছাপিয়ে গেছেন শাহিন। হারারেতে সিরিজের প্রথম টেস্টে চার উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি। মাত্র ১৬ টেস্ট খেলেই টেস্টে ৫০ উইকেটের মালিক হয়েছেন শাহিন আফ্রিদি।

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৫২টি উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। ফলে টেস্ট ক্রিকেটে উইকেটের শিকারের সংখ্যার নিরীখে শাহিদ আফ্রিদিকে টপকে গেছেন শাহিন আফ্রিদি। ২৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৪৮টি উইকেট শিকার নিয়েছিলেন শাহিদ আফ্রিদি।

প্রথম ইনিংসে চার উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে অবশ্য কোনও উইকেট পাননি শাহিন। হাসান আলীর বোলিং তোপে ১৩৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ১১৬ রানে পরাজিত হয় জিম্বাবুয়ে।