সাকিব-মুস্তাফিজের যেমন কাটল আইপিএল

করোনার ভয়াবহ তান্ডবে বিপর্যস্ত ভারত। দেশটিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে আইপিএল। তাই ভারত থেকে শিগগিরই দেশে চলে আসবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এবারের আইপিএলএ মুস্তাফিজের ভালো কাটলেও, বাজে কেটেছে সাকিবের।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।তিনটি ইনিংসে ব্যাট হাতে তার সংগ্রহ মোট ৩৮ রান, ব্যাটিংয়ে স্ট্রাইকরেট (৯৭.৪৩) এক শ’র নিচে। আর বল হাতে শিকার করেছেন মাত্র ২টি উইকেট, রান দিয়েছেন ওভারপ্রতি ৮ দশমিক ১২ করে।

অন্যদিকে, মুস্তাফিজুর রহমানের আইপিএলটা দারুণ কেটেছে। রাজস্থানের হয়ে সবকটি ম্যাচেই খেলেছেন তিনি। ৭ ম্যাচে নিয়েছেন ৮টি উইকেট। পাওয়ার প্লে ও স্লগ ওভারে বোলিং করেও ওভারপ্রতি রান দিয়েছেন ৮ দশমিক ২৯ করে। তবে ব্যাট হাতে তেমন সুযোগ পাননি তিনি।