ইনশাআল্লাহ, শুধু মাসের সেরা নয় বর্ষসেরাও হতে চাইঃ মুশফিক

প্রথম বাংলাদেশী হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ(মে) পুরস্কার জিতেছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে এই পুরস্কার জিতেও তৃপ্তির ঢেঁকুর তুলছেন না মি.ডিপেন্ডেবল। বছরজুড়েই দেশের হয়ে ম্যাচ উইনিং ইনিংস খেলে হতে চান বর্ষসেরাও।

বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় কাটাচ্ছেন আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিম। আইসিসি যখন মে মাসের সেরা হিসেবে তাঁর নাম ঘোষণা করে তখনও মুশফিক ব্যস্ত ছিলেন দলকে জেতাতে। আজ শেখ জামালের বিপক্ষে মুশফিকের দল বৃষ্টি আইনে ৪৯ রানে জিতেছে। ম্যাচ জয়ের পর আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জেতায় নিজের অনুভুতি প্রকাশ করেন মুশফিক।

শুরুতেই আইসিসি এবং যারা ভোট দিয়েছে তাদের ধন্যবাদ জানিয়ে মুশফিক বলেন, প্রথমে আমি আইসিসিকে ধন্যবাদ দিতে চাই আমাকে মে মাসের জন্য নমিনেশন দেয়ার জন্য। তাঁর চেয়েও বড় ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে ভোট করেছেন। আমি মনে করি এটা শুধু আমার নাম না বাংলাদেশকে আপনারা জিতিয়েছেন।”

মুশফিক আরও বলেন, দেশের হয়ে শুধু একটি মাসেই নয় পুরো বছর জুড়েই ম্যাচ উইনিং ইনিংস খেলতে চান তিনি। ইনশাআল্লাহ আমার চেষ্টা থাকবে সবসময় শুধু প্লেয়ার অব দ্য মান্থ না, বর্ষসেরাও হতে চাই। পুরো বছর জুড়েই যেন আমার এই ধারাবাহিক পারফরম্যান্স বজায় থাকে। বাংলাদেশকে যেন আরও ভালো ভালো ইনিংস উপহার দিতে পারি এবং অনেক ম্যাচ উইনিং ইনিংস উপহার দিতে পারি।