করোনা সংক্রমণ দিন দিন বেড়েই যাচ্ছে। কিছুতেই নিয়ন্ত্রন করা যাচ্ছে না করোনা মহামারীকে। দেশে করোনা সংক্রমণ ঠেকাতে কাল
বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন, মোতায়েন থাকবে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি।
আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
আজ বুধবার (৩০ জুন) বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ সময়ে সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে।