জার্মান নাগরিক মার্টিন আহমদ জন্মগ্রহণ করেন একটি খ্রিস্টান পরিবারে। স্কুলে মুসলিম সহপাঠীর সঙ্গে বন্ধুত্বের সূত্রে ইসলামের সঙ্গে তাঁর প্রথম জানাশোনা হয়। পরবর্তী সময়ে বন্ধু হাসানের পারিবারিক শৃঙ্খল, পরিবারের সৌহার্দ্য ও সম্প্রীতি দেখে ইসলাম গ্রহণে উৎসাহিত হন এবং বন্ধুর বাবার হাতে ইসলাম গ্রহণ করেন।
তাঁর ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাটি অ্যাবাউট ইসলাম-এ প্রকাশিত হয়েছে, সে সময় ইসলাম নিয়ে আমার তেমন জানাশোনা ছিল না। হাসানের পরিবার যে মুসলিম তাও আমি জানতাম না। একদিন আমি স্বাভাবিকের তুলনায় বেশি সময় হাসানের বাড়িতে অবস্থান করি। হঠাৎ দেখলাম, পরিবারে সবাই একসঙ্গে প্রার্থনা পড়ছে। এ দৃশ্যটি আমার ভেতরে আলোড়ন সৃষ্টি করে। তারা শুধু একসঙ্গে খানা খায় না, তারা একসঙ্গে আল্লাহর মুখোমুখিও হয়। তারা একসঙ্গে আল্লাহর ইবাদতও করে। পরের দিন খাবারের বিরতির সময় হাসানের সঙ্গে আমার দেখা হলো। তাকে তাদের প্রার্থনা-ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। বললাম, তাদের মতো হলে আমাকে কী কী করতে হবে। সে আমার কথা শুনে খুব অবাক হলো।
স্কুল ছুটির পর আমি হাসানের বাড়ি যাই। তার বাবা আসা পর্যন্ত অপেক্ষা করি। তিনি এলে হাসান তাঁকে জানায়, আমি মুসলমান হতে চাই। তিনি আবেগাপ্লুত হয়ে আমাকে জড়িয়ে ধরেন। জায়নামাজে বসে তিনি আমাকে কালিমা পাঠ করান। আল-হামদুলিল্লাহ!