আগামীকালও ভারী বৃষ্টি

রাজধানীতে দুপুরের পর ভারী বৃষ্টি হয়েছে। তবে শুরু হওয়া বৃষ্টি থামছে না বরং থেমে থেমে আরও এক দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ রবিবার (৬ জুন) গণমাধ্যমকে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এ তথ্য জানিয়েছেন।

শাহনাজ সুলতানা বলেন, রাজধানীতে দুপুরের পর বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির এ ধারা আজ দিনের বাকি সময় এবং কাল সারাদিন থাকতে পারে। তবে একটানা বৃষ্টি হবে না, থেমে থেমে বৃষ্টি হওয়ার আভাস রয়েছে।

‌এছাড়া রাজশাহী ও আশপাশের কিছু অঞ্চল ছাড়া দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্র অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের কোথাও কোথাও ঝড়ের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।