আগামী জুনেই পদ্মা সেতুর উদ্বোধন: সেতুমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ পর্যায়ে। আগামী বছরের জুনেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ শতাংশ।

আজ রবিবার (৬ জুন) সকালে রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এসময়, সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পদ্মা সেতুর নিচতলায় রেললাইনে বাকি থাকা ৯০০ মিটার এলাকায় রেলওয়ে স্ল্যাব বসানো চলছে এখন। ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্লাবের মধ্যে ২ হাজার ৬২০ এবং ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্লাবের মধ্যে ২ হাজার ৪১০টি স্থাপন হয়ে গেছে।