আবু ত্ব-হার সন্ধানের দাবিতে দেশজুড়ে মানববন্ধন

আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তার তিন সঙ্গীর সন্ধানের দাবিতে টাঙ্গাইলেসহ দেশজুড়ে মানববন্ধন হয়েছে। নিখোঁজদের দ্রুত সন্ধান পাওয়া না গেলে সারাদেশে গণআন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) সকালে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে এ মানববন্ধন হয়। সচেতন ছাত্র ও যুব সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় আবু ত্ব-হার সন্ধানের দাবীতে টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তরুণ ও মেধাবী ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তার সফরসঙ্গী আব্দুল মুকিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়ি চালক আমির উদ্দিন ফয়েজ নিখোঁজ রয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, পুলিশ চাইলেই সবকিছু সম্ভব হবে, কিন্তু নিখোঁজ আবু ত্ব-হা আদনানদের বেলায় তা হচ্ছে না কেন? এ দেশের নাগরিক হিসেবে নিখোঁজদের সন্ধান চেয়ে দাবি জানানোর অধিকার আমাদের রয়েছে। কিন্তু এতদিনেও তাদের সন্ধান না পাওয়াটা উদ্বেগজনক। দ্রুত ত্ব-হা ও অন্যদের সন্ধান পাওয়া না গেলে টাঙ্গাইলসহ সারাদেশে গণআন্দোলনের কর্মসূচির হুশিয়ারি দেন তারা।

এদিকে, বুধবার (১৫ জুন) আবু ত্ব-হার সন্ধান দাবিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সচেতন তরুণ সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের সন্ধান দাবি জানান। তাঁর সন্ধান না পাইলে অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এছাড়া মঙ্গলবার বিকালে রংপুর প্রেসক্লাব চত্বরের সামনে আবু ত্ব-হা ও তার সঙ্গীদের সন্ধান দাবিতে রংপুরে মানববন্ধন হয়েছিল।