আমার ভাইকে নিয়ে কারাবাখে শহীদের কবরস্থানে যাব: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাটো সম্মেলন। এরপরই আজারবাইজান সফর করবেন বলে জানান তিনি।

আগামী বুধবার (১৬ জুন) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাটো সম্মেলন। এ সম্মেলনে যোগ দিচ্ছেন এরদোগান। এ সময় তিনি তার ভাইকে (আজারি প্রেসিডেন্ট-ইলহাম আলিয়েভ) সঙ্গে নিয়ে সুসা এলাকায় অবস্থিত কারাবাখ যুদ্ধে শহীদদের করবস্থান পরিদর্শন করবেন বলে জানিয়েছেন তিনি।

নাগোরনো-কারাবাখ অঞ্চলের ঐতিহাসিক শহর সুসা গত বছর আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ করে মুক্ত করে আজারবাইজান। এ যুদ্ধে পরোক্ষভাবে আজারবাইজানকে সামরিক সহায়তা করে তুরস্ক। এ কারণে এরদোগানকে ভাই বলে সম্বোধন করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

উল্লেখ্য, গত বছরের ২৭ সেপ্টেম্বর থেকে টানা ৪৪ দিন বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনীয় বাহিনী-আজারবাইজানের মধ্যে যুদ্ধ চলে। এ যুদ্ধে জয়লাভ করে দখলকৃত এলাকাটি পুনরায় ফেরত পেল আজারবাইজান। ১৯৯২ সালের ৮ মে থেকে আজারবাইজানের ওই এলাকাটি দখল করে রেখেছিল আর্মেনীয় বাহিনী।

সূত্রঃ খবর ডেইলি সারাহ