আর্জেন্টিনা সবসময়ই শিরোপার দাবিদার: ডি মারিয়া

কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। এর মাধ্যমে ২০২১ কোপা আমেরিকায় প্রথম জয়ের দেখা পেল লিওনেল স্কালোনির শিষ্যরা। দলের হয়ে একমাত্র গোলটি করেন গুইদো রদ্রিগেস। এ জয়ের ফলে বি গ্রুপের শীর্ষে উঠে গেছে তারা।

অন্যদিকে এ গ্রুপে রীতিমতো উড়ছে আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল। প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তিতের শিষ্যরা। স্বাভাবিকভাবেই তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

গণমাধ্যমে আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া বলেন, জয়ের জন্য ভাগ্যের সাহায্য লাগে, আমরা সেটাই পাচ্ছিলাম না। আজকে ভাগ্যের সাহায্য পেয়েছি।

ডি মারিয়া আরও বলেন, আর্জেন্টিনা সবসময়ই শিরোপার দাবিদার। তবে ঘরের মাঠে ব্রাজিল খেলছে এবং সবকিছু খুব ভালো করছে। আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং আমাদের স্বপ্ন এখনও বেঁচে আছে। আশা করি, আমরা স্বপ্নকে সত্যি প্রমাণ করতে পারব।