ইহুদি বিরোধী পোস্ট শেয়ার করায় গুগল কর্মকর্তাকে প্রত্যাহার

ইহুদি বিরোধী পোস্ট শেয়ার করার দায়ে গুগলের ‘বৈচিত্র্য বিভাগের’ প্রধান কামাউ ববকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

ওই পোস্টে কামাউ বব লেখেন, ইহুদিদের ‘যুদ্ধ এবং হত্যার’ ক্ষুধা রয়েছে।

এ বিষয়ে গুগলের এক মুখপাত্র বলেন, আগামী দিনগুলোতে কামাউ বব আমাদের বৈচিত্র্য বিভাগের সঙ্গে আর থাকছেন না। আমাদের বৈচিত্র্য বিভাগের এক সদস্যের লেখা এমন পোস্টের তীব্র নিন্দা জানাই। এটি এমন সময়ে এলো যখন চারদিকে ইহুদি বিরোধী হামলা ক্রমশ বাড়ছে।