ঈদের আগে লকডাউন শিথিল হবে কিনা জানালেন ওবায়দুল কাদের

দিন দিন দেশে করোনা সংক্রমণ বাড়ছে। কিছুতেই নিয়ন্ত্রন করা যাচ্ছে না এই মহামারীকে। সাধারণ মানুষও মানছে না স্বাস্থ্যবিধি। যদি করোনা সংক্রমণ রোধ না করা যায় ভয়ংকর বিপদ নেমে আসবে দেশে। তাই করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউন দিয়েছে সরকার। পবিত্র ঈদুল আযহার আগে লকডাউন শিথিল হবে কিনা প্রশ্ন জনগনের?

নতুন খবর হচ্ছে, আজ মঙ্গলবার (২৯ জুন) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে সাংবাদিকদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ‘কঠোর লকডাউন’ শিথিল হবে কিনা সরকারের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

সেতুমন্ত্রী বলেন, বলেন, লকডাউন যদি শিথিল হয় এবং দূরপাল্লার বাস যদি চলে, তা হলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে পশুবাহী যানবাহন চলাচলের জন্য সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এ জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।