উত্তরাঞ্চলের কাউকে দক্ষিণাঞ্চলের জেলায় যেতে দেওয়া যাবে না: আমির হোসেন আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, করোনার ভারতীয় ধরন যাতে বাংলাদেশে ছড়িয়ে না পড়ে সেজন্য উত্তরাঞ্চলের কাউকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে প্রবেশ করতে দেওয়া যাবে না।

আজ রবিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে ঝালকাঠির পৌর ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমির হোসেন আমু বলেন, দেশের সীমান্তবর্তী এলাকায় করোনার ডেল্টা ভ্যারিট্যান্টে (ভারতীয় ধরন) আক্রান্ত হচ্ছে মানুষ। তাই সবাইকে সচেতন থাকতে হবে। যারা টিকা নেননি, অল্প সময়ের মধ্যে করোনা প্রতিরোধের টিকা নিয়ে নেবেন। সীমান্তবর্তী এলাকার কোনো মানুষকে ঝালকাঠি জেলায় প্রবেশ করতে দেবেন না। প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন।