একজনের ভোট আরেকজন দেওয়া সম্ভব না: সিইসি

একজনের ভোট আরেকজনে দিয়ে দেবে, এটা সম্ভব না বলে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন, কোনোভাবেই ত্রুটিযুক্ত নির্বাচন মেনে নেয়া হবে না। কোনো ভোটকেন্দ্রে অনিয়ম হলে প্রয়োজনে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।

আজ বুধবার (১৬ জুন) দুপুর আড়াইটায় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে ভালো হতো। কেন করেনি তা আমি বলতে পারবো না। নির্বাচন কমিশনের কাজ হলো ম্যানেজমেন্ট করা। এখানে প্রার্থী কারা দেবে, কোন কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এতে আমরা কিছু করতে পারি না।

সিইসি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সাংবাদিকরা হলো সহায়ক শক্তি। কোনো ভুল ত্রুটি হলে তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা করার আহবান জানান তিনি।