কঠোর লকডাউনেও গার্মেন্টস খোলা রাখতে চান মালিকরা

প্রাণঘাতী করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে ৭ দিনের জন্য সারাদেশে কঠোর লকডাউন জারি করেছে সরকার। এ লকডাউনে গার্মেন্টস খোলা থাকবে কিনা তা নিয়ে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে।

গার্মেন্টস খোলা রাখার প্রসঙ্গে গণমাধ্যমকে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)’র সভাপতি ফারুক হাসান বলেন, দেশের পোশাক কারখানা বন্ধ হলে সব কর্মীরা বাড়ি যেতে চাইবে। ফলে তাদের মাধ্যমে করোনা সংক্রমণ আরো বেশি ছড়িয়ে পড়বে। তাই তাদের কর্মস্থলে রাখলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। করোনা সংক্রমণও নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

ফারুক হাসান বলেন, গার্মেন্টস বন্ধ করা হলে বায়াররা চলে যাবে। ফলে ব্যাংকের ঋণ পরিশোধ করার সুযোগ আমাদের জন্য কঠিন হয়ে যাবে।

গতকাল শুক্রবার (২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জানান, আগামী সোমবার সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হবে। এ সময় জরুরি সেবা ব্যতীত সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।