কোকের বোতল সরিয়ে রোনালদো বললেন পানি খান

ক্রিস্টিয়ানো রোনালদোর ইউরোর মিশন শুরু হচ্ছে মঙ্গলবার। বুদাপিস্টে হাঙ্গেরির আতিথেয়তা নেওয়ার আগে অদ্ভুত কান্ড ঘটালেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ ফার্নান্দো সান্তোসকে নিয়ে হাজির রোনালদো। মঞ্চে গিয়ে দেখলেন টেবিলের ওপর দুটি কোকা কোলার ও একটি পানির বোতল রাখা। কোকা কোলার বোতল সরিয়ে দিয়ে পানির বোতল হাতে নিয়ে রোনালদো সবার প্রতি বলেন, ‘পানি খান!’ তার এমন কাণ্ড দেখে অবাক হয়েছেন সবাই।

এ বার্তায় রোনালদো আরও একবার স্পষ্ট করেন, ফিটনেস এবং স্বাস্থ্য নিয়ে কতটা সচেতন তিনি। স্বভাবতই রোনালদোর এ বার্তা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সারাবিশ্বে।

ফিটনেস নিয়ে রোনালদোর সচেতনতা আজকের নয়। বছরের পর বছর করছেন কঠোর পরিশ্রম, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর ও সুশৃঙ্খল জীবনযাপন করে আসছেন। এতে মাঠের পারফরম্যান্সে নিজেকে নিয়ে গেছেন চূঁড়ায়। শুধু নিজের-ই নয় ছেলের ফিটনেস নিয়েও বেশ সচেতন রোনালদো।

গত বছর দুবাইয়ে শতাব্দীর সেরা খেলোয়াড়ের পুরস্কার নেওয়ার সময় ছেলের সম্ভাবনা নিয়ে রোনালদো বলেন, আমার ছেলের সম্ভাবনা আছে। দেখা যাক সে গ্রেট ফুটবলার হতে পারে কি না। প্রায় ওকে কোকা কোলা, চিপস খেতে দেখি। যা আমাকে বিরক্ত করে। বকা দিলে লুকিয়ে নেয়। আবার আমি ঘরে না থাকলে সেগুলো বের করে খেতে শুরু করে। আমি চাই সে এগুলি এড়িয়ে চলুক। ছোট বলে হয়তো বুঝতে পারছে না। মাত্র ১০ বছর। এগুলো শরীরের জন্য মোটেও ভাল নয়।