গণপরিবহন বন্ধ রেখে অফিস খোলা রাখার প্রতিবাদে সড়ক অবরোধ

দিন যত যাচ্ছে ততই ভয়ংকর হয়ে উঠছে প্রাণঘাতী করোনা ভাইরাস। করোনাভাইরাসের মৃত্যু থাবা থেকে রক্ষা পাচ্ছে না কেহই। কিছু মানুষের স্বাস্থ্যবিধি না মেনে চলা দিন দিন আরও ভয়ংকর হচ্ছে করোনা। এতে বাড়ছে সংক্রমন ও মৃত্যু ঝুকি। করোনা সংক্রমণ রোধে আগামীকাল থেকে সারদেশে কঠোর লকডাউন চলবে।

নতুন খবর হচ্ছে, গণপরিবহন বন্ধ রেখে অফিস ও শিল্পকারখানা খোলা রাখার প্রতিবাদে বুধবার সকাল ৭ টার দিকে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। আশেপাশের বিভিন্ন সড়কেও দেখা দেয় যানজট।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, গণপরিবহন বন্ধ রেখে শিল্পকারখানা খোলা রাখায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। গুণতে হচ্ছে কয়েকগুণ বাড়তি ভাড়া।

উল্লেখ্য, ৪ ঘণ্টা রাস্তা অবরুদ্ধ রাখার পর বেলা ১১ টার দিকে রাস্তা থেকে সরে যায় বিক্ষোভকারীরা।