গণমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে সমুন্নত রেখেছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের গণমাধ্যমকে সবধরনের সহায়তা দেওয়ার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে সমুন্নত রেখেছে সরকার।

আজ বুধবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে প্রকাশিত পত্রিকার সংখ্যা ৩ হাজার ২২২টি। এছাড়া, বেসরকারি ৪৫টি টেলিভিশন, ২৭টি এফএম রেডিওসহ ৩১টি কমিউনিটি রেডিও চ্যানেলের অনুমতি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের ফলে দেশে টিভি চ্যানেলগুলো এখন অনেক কম খরচে সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে।