চ্যাম্পিয়নশিপ ফাইনালঃ ভুল জার্সি গায়ে মাঠে নামেন ভারতীয় পেসার বুমরাহ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ষ্ঠ দিন চলছে। সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভুল জার্সি গায়ে মাঠে নামেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। সেই ভুল জার্সি গায়ে চাপিয়ে এক ওভার বোলিংও করেন এই ভারতীয় পেসার। ভুল জার্সিতে মাঠে নেমে বিব্রত হন বুমরাহ।

প্রায় ঘন্টাখানেক বৃষ্টির পর সাউদাম্পটনে শুরু হয়েছে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পঞ্চম দিনের খেলা। ফাইনালের প্রথম ইনিংসে কোহলিদের ২১৭ রানে অলআউট করার পর কিউইদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন ভারতীয় বোলাররা।

এমন পরিস্থিতিতে ভালো বোলিং করে নয়, বরং ভুল করে সংবাদের শিরোনাম হলেন দলের অন্যতম সেরা বোলার জাসপ্রিত বুমরাহ। সেই ভুলটাও আবার বেশ গুরুতর। কিভাবে এমন ভুল হল, সেটা ভেবে আক্ষেপ হওয়ার কথা স্বয়ং বুমরাহর।

এই পেসার ফাইনালে ভারতীয় দলের বিশেষ জার্সির পরিবর্তে গায়ে চাপান নিয়মিত ম্যাচের জার্সি। ঐ জার্সি গায়ে আবার এক ওভার বোলিংও করেন। এক ওভার শেষেই ভুল ভাঙে বুমরাহর। তখনই দ্রুত গতিতে মাঠ ছাড়েন তিনি। ড্রেসিংরুমে গিয়ে দলের বিশেষ জার্সি গায়ে চাপিয়ে আবারও মাঠে ফেরেন।

ভারতের জাতীয় ক্রিকেট দলের নিয়মিত জার্সির মাঝ বরাবর মূল স্পন্সর প্রতিষ্ঠানের নাম ছাপানো থাকে। তবে ফাইনালের জার্সিতে স্পন্সরের নামের পরিবর্তন সেখানে দেশের নাম লেখা আছে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিয়ম মেনেই অবশ্য প্রতিটি দলকেই এমন ডিজাইনে জার্সি তৈরি করতে হয়।

আইসিসির নিয়ম অনুয়ায়ী, দ্বিপাক্ষিক সিরিজগুলোতে দলের মূল স্পন্সর প্রতিষ্ঠানের নাম জার্সির মাঝ বরাবর রাখা গেলেও আইসিসির কোনো ইভেন্টে তা করা যাবে না। আইসিসির ইভেন্টগুলোতে স্পন্সরের নাম চলে যাবে জার্সির হাতে এবং মাঝ বরাবর থাকবে দেশের নাম।

শুরুতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলোর জার্সির ক্ষেত্রে এমন নিয়ম করা হলেও বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রেও একই নিয়ম জারি রেখেছে আইসিসি।

প্রতিবেদন দুই দলের স্কোরঃ ভারতঃ ২১৭/১০ এবং ৬৪/২ (৩০ ওভার) শেষে রহিত শর্মা ৩০, শুবমান গিল ৮, পুজারা ১২ এবং কোহলি ১২ রানে অপরাজিত রয়েছেন। অপরপক্ষে নিউজিল্যান্ড ২৪৯/১০। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২ রানের লিডে এগিয়ে রয়েছে ভারত।