তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব, জরিমানা ৫ লাখ

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে স্টাম্প ভেঙে বিতর্কে জড়িয়েছেন সাকিব আল হাসান।

আজ শনিবার (১২ জুন) গণমাধ্যমে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কাছে ক্ষমা চেয়েছেন তিনি। যদিও ক্ষমা চেয়ে পার পেলেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠে আম্পায়ারদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ এবং ৫ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে সাকিবকে। সেই হিসেবে ডিপিএলের অষ্টম, নবম ও দশম রাউন্ডে খেলতে পারবেন না তিনি।

বিসিবি পরিচালক ও সিসিডিএম প্রধান কাজী ইনাম বলেছেন, ক্রিকেট এমন একটি খেলা, যেখানে উত্তপ্ত একটি মুহূর্ত এসে যেতে পারে। কিন্তু আমরা আশা করি, সবসময় খেলোয়াড় তাদের মেজাজ ধরে রাখবে। যাই হোক, এটা স্বীকৃত ম্যাচ, এখানে নিয়ম আছে।

উল্লেখ্য, ম্যাচের দুই আম্পায়ার ইমরান পারভেজ ও মাহফুজুর রহমান এবং ম্যাচ রেফারি মোরশেদুল আলমের রিপোর্টের ভিত্তিতে এই শাস্তি দিয়েছে সিসিডিএম।