দলে ফিরছেন আগুয়েরো, আর্জেন্টিনা একাদশে একাধিক পরিবর্তন

এবার প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে নিজেদের একাদশে একাধিক পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

এদিকে চিলির বিপক্ষে ড্র দিয়ে কোপা আমেরিকা শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতে লিওনেল স্কালোনির দল। চিলির বিপক্ষে ম্যাচের শেষ দিকে বদলি নামেন অ্যাগুয়েরো। খেলেন মিনিট দশেক। উরুগুয়ের বিপক্ষে বদলিও নামা হয়নি সদ্য যোগ দেয়া বার্সেলোনা স্ট্রাইকারের।

প্যারাগুয়ের বিপক্ষে শুরুতে সুযোগ পেলে এক বছর, সাত মাস তিন দিন পর আর্জেন্টিনার শুরুর একাদশে ফিরবেন তিনি। ডি মারিয় অবশ্যই দুই ম্যাচেই শেষ দিকে নেমেছন। চিলি ম্যাচের তুলনায় উরুগুয়ের বিপক্ষে ভালো ছিল মার্টিনেজের পারফরম্যান্স।

কিন্তু গোলমুখে বার বারই তিনি আসল কাজটি করতে ব্যর্থ ছিলেন। গনজালসও প্রতিপক্ষের রক্ষণে বেশ চাপ ফেলতে পারেন না, ডি মারিয়া নামার পর যেমনটা আক্রমণের চাপ তীব্র হয়।

প্যারাগুয়ে কোপার প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৩-১ গোলে দারুণ জয় তুলে নিয়েছে।
গত ১০০ বছরে প্যারাগুয়ে-আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে ৪৫ বার। যেখানে ২৬ বার জিতেছে আলবিসেলেস্তে। প্যারাগুয়ে জিতেছে তিন ম্যাচ। ড্র হয়েছে ১৬ ম্যাচে।

তবে সব শেষ পাঁচ ম্যাচের ফলাফল দিচ্ছে প্রতিদ্বন্দ্বিতার আভাস। শেষ পাঁচবারের দেখায় তিনটিতেই ছিল ড্র। একবার করে জিতেছে দু’দল। প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা সর্বশেষ জিতেছে ২০১৫ কোপা আমেরিকায়। যে ম্যাচে লিওনেল মেসিরা প্যারাগুয়েকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল। অপর দিকে আর্জেন্টাইনদের বিপক্ষে প্যারাগুয়ের সবশেষ জয় ২০১৬ সালে বিশ^কাপ কোয়ালিফায়ার্স ম্যাচে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, গনজালো মন্টিয়েল/নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি/জার্মান পেজ্জেল্লা, নিকোলাস তালিয়াফিকো/মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, এজেকুয়েল পালাসিওস/লেয়ান্দ্র পারেদেস, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও সার্জিও আগুয়েরো।