দীর্ঘ ভ্রমণ শেষে নিরাপদে জিম্বাবুয়ে পৌছাল বাংলাদেশ দল

জিম্বাবুয়ের উদ্দেশ্যে মঙ্গলবার ভোরে দেশ ছাড়ে বাংলাদেশ টেস্ট দল। কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে ভোর ৪টা ২৫ মিনিটে দেশ ছাড়ে মুমিনুল হকরা। দুই দফা ট্রানজিটে কাতার, দক্ষিণ আফ্রিকা হয়ে অবশেষে ২২ ঘন্টারও বেশি সময় ভ্রমণ শেষে জিম্বাবুয়েতে পৌঁছেছে টাইগাররা।

অন্যান্য সিরিজের মতো এই সিরিজও জৈব-সুরক্ষা বলয়ে অনুষ্ঠিত হবে। আজ একদিনের কোয়ারেন্টাইনে আছে মুমিনুলরা। কাল থেকে অনুশীলন করবেন ক্রিকেটাররা। সিরিজের সবগুলো ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাবে মাঠে।
স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, হেড রাসেল ডমিঙ্গো দলের সঙ্গে যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে ছুটি কাটানো তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান সেখান থেকে জিম্বাবুয়েতে দলের সাথে যোগ দেবেন।

দুই দিনের অনুশীলন ম্যাচ দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করবে বাংলাদেশ। যা অনুষ্ঠিত হবে ৩-৪ জুলাই।

একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে ৭ জুলাই। ১৬ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগেই দলের সাথে যোগ দেবেন ওয়ানডে দলের বাকি সদস্যরা। পরের দুটি ওয়ানডে ম্যাচ ১৮ ও ২০ জুলাই।

ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ।