নিজ ভাতিজাকে দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ঘোষণা মমতার

বিধানসভায় বড় জয়ের পর প্রথম বার সাংগঠনিক বৈঠকের ডাক দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলে এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে তাকে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই এবার দলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ এর ভূমিকায় দায়িত্ব পালন করবেন তিনি।

আজ শনিবার (৫ জুন) দুপুর দুইটায় তৃণমূল ভবনে ওই বৈঠকের ডাক দিয়েছেন তিনি। এর আগে যুব তৃণমূল সভাপতি পদ থেকে ইস্তফা দেন অভিষেক। তার জায়গায় এবার যুব তৃণমূলের দায়িত্ব দেয়া হয়েছে সায়নী ঘোষকে। একইসঙ্গে তৃণমূলের রাজ্য সভানেত্রী হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার।

তবে শুক্রবার দলের তরফে নতুন নির্দেশ দিয়ে জানানো হয়, দূরের জেলার জনপ্রতিনিধিদের আসতে হবে না। নির্বাচনের সময় থেকেই পুরসভাগুলি কার্যত প্রশাসকহীন হয়ে পড়ে আছে। এই পরিস্থিতিতে দল কী ভাবে কাজ করবে, তা নিয়ে বৈঠক আলোচনা হতে পারে ওই বৈঠকে। ভোটের সময়ে যাঁরা দল ছেড়েছিলেন, তাঁদের দলে ফেরানো হবে কি না, তা নিয়েও হতে পারে আলোচনা।