পণ্য ডেলিভারির পর টাকা পাবে ইভ্যালির মতো প্রতিষ্ঠানঃ অতিরিক্ত সচিব

বাংলাদেশ ব্যাংক এ লেনদেন নিয়ন্ত্রণ করবে বলে জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক) হাফিজুর রহমান বলেছেন, ইভ্যালিসহ ই-কমার্স প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের কাছে পণ্য ডেলিভারির পর টাকা পাবে।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে ‘ডিজিটাল কমার্স পরিচালনা’ বিষয়ে সভায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

অতিরিক্ত সচিব হাফিজুর রহমান বলেন,, খুব শিগগিরই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটি এসওপি সার্ভিস ডেভলপ করা হবে। যাতে পেমেন্ট পণ্য ডেলিভারির আগে না হয়। ব্যাংক বা ক্রেডিট কার্ড যাদের আছে, তারা পেমেন্ট কন্ট্রোল করবে।

অতিরিক্ত সচিব হাফিজুর রহমান আরও বলেন, পেমেন্ট দেয়ার পর পণ্য ডেলিভারি হলে, তারা যদি ম্যাসেজ পায় তারপর সেই পেমেন্ট কনফার্ম করবে। এটাই মোটামুটি সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এসওপি ডেভলপ করা হবে। ইমেডিয়েট হলো- বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পেমেন্ট সিস্টেম কন্ট্রোল করা হবে।