বেপরোয়া গতিতে বাইক চালিয়ে যাত্রীদের হেনস্তার অভিযোগে পাঁচ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার

বেপরোয়া গতিতে বাইক চালিয়ে এক প্রাইভেটকারকে অতিক্রম করে তার চালক ও যাত্রীদের হেনস্তার অভিযোগে পাঁচ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

গত ২০ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের একটি ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, সাইড নেওয়ার জায়গা না থাকা সত্ত্বেও মোটরসাইকেলে থাকা তিনজন কিশোর একটি প্রাইভেটকারকে সাইড দেওয়ার জন্য বিরামহীনভাবে হর্ণ দিতে থাকে। কিন্তু জায়গা না থাকায় গাড়ির চালক তাদের সাইড দিতে পারেন নি। এক পর্যায়ে বেপরোয়া গতিতে তারা সামনে গিয়ে প্রাইভেট কারটি থামিয়ে এর চালক ও যাত্রীকে হেনস্থার চেষ্টা করে। তখন তাদের সাথে আরও কিছু মোটরসাইকেল চালকও যোগ দেন। তবে সেখানে থাকা আরেক মোটরসাইকেল চালকের মধ্যস্থতায় রেহাই পায় প্রাইভেটকারের চালক ও যাত্রীরা।

সামাজিক মাধ্যমে ব্যাপক ভিডিওটি সামনে আসার পর ভিডিও দেখে ৫ কিশোরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।