মসজিদুল হারামে ১৫ মিলিয়ন লিটার জমজমের পানি বিতরণ

মুসল্লিদের করোনার সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে মক্কা ও মদিনায় রোবট দিয়ে জমজমের পানি বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

প্রাণঘাতী করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ শুরু হওয়ার পর থেকে ১৫ মিলিয়ন লিটারের বেশি জমজমের পানি বিতরণ করা হয়েছে। পবিত্র মসজিদুল হারামের মুসলিম ও ওমরাহ পালনকারীদের মধ্যে জমজমের পানি বিতরণে স্বাস্থ্য সুরক্ষামূলক নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়।

করোনা সংক্রমণ রোধে গত ১৩ জুন থেকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রোবটের সাহায্যে মসজিদুল হারামের মুসল্লিদের মধ্যে জমজম পানি বিতরণের উদ্যোগ নেওয়া হয়। মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব ড. আবদুর রহমান আল সুদাইস তা উদ্বোধন করেন।

রোবটের সাহায্যে মাত্র ১০ মিনিটে ৩০ টি বোতলে জমজমের পানি বিতরণ করা হয়। কোনো ধরনের সহায়তা ছাড়া ৮ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকে এই রোবটটি। এরপর বোতল জমা করতে মাত্র ২০ সেকেন্ড সময় লাগে।