মানুষ মেরে গাজাকে কসাইখানা বানিয়েছে ইসরায়েলঃ উত্তর কোরিয়া

দখলদার ইহুদীবাদি ইস্রায়েলের আগ্রাসনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ১১ দিন ধরে মৃত্যু আর ধ্বংসযজ্ঞ চালানোর পর ২১ মে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। সংঘাতে মারা গেছে ৭০ শিশুসহ অন্তত ২৫৩ জন ফিলিস্তিনি। দুই শিশুসহ ১২ জন ইসরায়েলির মৃত্যু হয়েছে। কয়েক হাজার রকেট ছুড়েছে হামাস, যার বড় অংশ ইসরায়েল আকাশেই ধ্বংস করতে পেরেছে।

গাজায় ১১ দিন ধরে আগ্রাসন চালানোর পর দখলদার ইসরায়েলি রাষ্ট্রের কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া।

এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজাকে ‘মানুষ হত্যার বড় একটি কসাইখানা’ বানিয়েছে ইসরায়েল। খবর কুদস নিউজ নেটওয়ার্ক

বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শিশুদের হত্যার মতো ভয়াবহ অপরাধ করছে ইসরায়েল। এটা ভবিষ্যত মানবজাতির জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ এবং মানবতা বিরোধী অপরাধ।