লকডাউনে দেশজুড়ে ‘মানবিক বিপর্যয়’ সৃষ্টি হতে পারে: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি বলেছেন, হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে কখনোই লকডাউন সফল হবে না।

আজ শনিবার (২৬ জুন) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, লকডাউনের কারণে কয়েক কোটি মানুষ প্রতিদিন কাজে যেতে না পারলে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে দেশজুড়ে। এছাড়া অভাবের কারণে আইনশৃংখলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে।

জিএম কাদের আরও বলেন, মানবিক কারণেই সরকারিভাবে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হতদরিদ্রদের জন্য সরকারি সহায়তা যেনো চুরি না হয়, সেজন্যও কঠোর প্রস্তুতি থাকতে হবে সংশ্লিষ্টদের।