লকডাউন বাস্তবায়নে প্রস্তুত ৬১ লাখ আনসার

করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে প্রশাসনের সহায়ক হিসেবে মাঠে কাজ করতে ৬১ লাখ আনসার সদস্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

আজ রবিবার (২৭ জুন) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’ এর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

আনসার ও ভিডিপি’র মহাপরিচালক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী সাত দিনের লকডাউন দেওয়া হচ্ছে। লকডাউন বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে মাঠে কাজ করতে ৬১ লাখ আনসার সদস্য প্রস্তুত আছেন।

এর আগে, এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি পুরো একাডেমির প্যারেড গ্রাউন্ড চত্বর প্রদক্ষিণ করে। এতে বাহিনীর সর্বস্তরের সদস্যরা অংশ নেন।