শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রবিবার (১৩ জুন) সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ছিল কিন্তু এখন সীমান্ত এলাকায় করোনা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়িয়েছি। করোনা পরিস্থিতির উন্নতি হলে তারপর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দীপু মনি আরও বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। তবে অনলাইনে শিক্ষাদানের বিষয়টি চলমান রয়েছে। এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া যায় কিংবা অন্য কোনোভাবে সেটি করা যায় কি-না সেটা চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান তিনি।