শ্রীলঙ্কায় মুসলিমদের হাঁটু গেড়ে শাস্তি, ছবি ভাইরাল

মুসলিমদের প্রতি আবারও অবমাননার অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, মুসলিম নাগরিকদের করোনা লকডাউন আইন লঙ্ঘনের অভিযোগে শাস্তি দিচ্ছে সেনাবাহিনী সদস্যরা। তাদের রাস্তার ওপর হাঁটু গেড়ে বসে হাত ওপরের দিকে তুলে রাখতে বাধ্য করা হয়েছে।

গতকাল রবিবার (২০ জুন) রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) পূর্বে ইরাভুর শহরে এ ঘটনাটি ঘটেছে।

আল-জাজিরা জানায়, প্রকৃত ঘটনা হচ্ছে ওই মুসলিম নাগরিকরা খাবার কিনতে হোটেলে গিয়েছিলেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, মুসলিমদের অবমাননা করতে এবং তাদের অপদস্ত করতে এসব করা হয়েছে।

এ ঘটনার প্রেক্ষিতে একটি বিবৃতি সেনাবাহিনী জানায়, ইরাভুর এলাকায় এমন হয়রানির কিছু সুনির্দিষ্ট ছবি ভাইরাল হওয়ার পর মিলিটারি পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। এ অভিযোগে এরই মধ্যে অফিসার ইনচার্জকে সরিয়ে দেয়া হয়েছে। সেনাবাহিনীর যেসব সদস্য এমন আচরণ করেছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে শৃঙ্খলা-ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।