সুসংবাদ দিলেন এরদোগান

প্রাণঘাতী করোনা সংক্রমণ প্রতিরোধে কোভিড-১৯ টিকা উৎপাদন করছে তুরস্ক। এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তুরস্ক উৎপাদিত করোনার টিকা উৎপাদনের শেষ পর্যায়ে আছে। চলতি বছরের শেষ দিকে এটি প্রয়োগ করা যাবে।

গতকাল মঙ্গলবার (২২ জুন) এক বক্তৃতায় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমি একটি সুসংবাদ দিতে চাই, সেটি হচ্ছে— তুরস্কের উৎপাদিত করোনার ভ্যাকসিন আমাদের জনগণের পাশাপাশি সারা বিশ্বের মানুষ ব্যবহার করতে পারবেন।

এরদোগান বলেন, মহামারি আমাদের অর্থনীতিকে বিধ্বস্ত করেছে, সেই সঙ্গে সম্ভাবনার দুয়ারও খুলে দিয়েছে।

করোনাকালে তুরস্ক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি উৎপাদন, জননিরাপত্তা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় জোর দিয়েছে বলেও জানান দেশটির প্রেসিডেন্ট।

সূত্রঃ খবর ডেইলি সাবাহ।