সোমবার সব শপিংমল ও দোকানপাট বন্ধ

দিন যত যাচ্ছে ততই প্রাণঘাতী করোনা বেড়েই চলেছে। তাই করোনা ঠেকাতে আগামী সোমবার (২৮ জুন) থেকে ৭ দিনের জন্য সারাদেশে কঠোর লকডাউন দিয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে সরকার।

গতকাল শুক্রবার (২৬ জুন) রাতে প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার জানান, কোভিড-১৯ সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পণ্যবাহী পরিবহন ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। গণমাধ্যম এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

গণমাধ্যমকে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা না গেলে বারবার লকডাউনে যেতে হবে। প্রয়োজনে আইন প্রয়োগ করে হলেও মাস্ক পরা নিশ্চিত করতে হবে। আগামী সোমবার থেকে সকল দোকান বন্ধ রাখা হবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি জানায়, প্রজ্ঞাপনে দেশের সব শপিংমল ও দোকানপাট বন্ধের সিদ্ধান্ত থাকলে তা মেনে নেবে তারা। সরকার যেভাবে বলবে শপিং মল ও দোকানপাট আগামী সোমবার (২৮ জুন) থেকে সেভাবেই বন্ধ রাখা হবে।