১৬ মাস পর টেস্ট দলে ফিরলেন মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে যুক্ত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর ফলে দীর্ঘ ১৬ মাস পর আবারো সাদা পোশাকের দলে ফিরলেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক।

আজ শনিবার (২৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই খবর জানিয়েছে।

মাহমুদউল্লাহ রিয়াদ সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে নাসিম শাহর হ্যাটট্রিকের শিকার হয়েছিলেন তিনি। সেই সিরিজে ব্যাটিং এপ্রোচের জন্য সমালোচিত হয়েই বাদ পড়তে হয় তাকে।তবে ১৬ মাস বাদে আবার সাদা পোশাকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন এই অলরাউন্ডার।

জিম্বাবুয়ে সফরে টাইগারদের টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি ও শরিফুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদ।