কোপা আমেরিকা ২০২১ এর সেমিফাইনালে আগামীকাল সকালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। কোপা ফাইনালে যেতে কলম্বিয়া হারাতে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার (৬ জুলাই) সকাল ৭টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি।
চলতি কোপায় দুর্দান্ত সময় কাটাচ্ছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত একটি ম্যাচেও পরাজয়ের স্বাদ পায়নি আলবেসিলেস্তেরা। মেসিসহ দলের বাকি খেলোয়াড়রাও আছেন ফর্মে।
যদিও ভালো সময়ের মাঝেও আছে শঙ্কার কালো মেঘ। ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি স্কালোনির রক্ষণের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ান রোমেরো। আটালান্টার এই তারকা কালকের ম্যাচে থাকবেন এটা নিশ্চিত করেছেন আলবেসিলেস্তে বস লিওনেল স্কালোনি।
এছাড়াও দলে আসতে পারে প্যারেডেসের বদলে সুযোগ পেতে পারেন গুইদো রদ্রিগেজ, বাজিয়ে দেখা হতে পারে ডি মারিয়াকেও। যদিও গোলবারে কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। দায়িত্ব পালন করবেন দুর্দান্ত ফর্মে থাকা এমিলিয়ানো মার্টিনেজ।
কলম্বিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামনে আর্জেন্টিনাঃ
গোলরক্ষকঃ এমি মার্টিনেজ
রক্ষণভাগঃ নাহুয়েল মোলিনা, ওটমেন্ডি, পেজেল্লা, আকুনা
মধ্যমাঠঃ ডি পল, প্যারেডেস, লো সেলসো
আক্রমণভাগঃ মেসি, মার্টিনেজ, গঞ্জালেজ