খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বেলারুশ নারী

ইমাম রেজা (আ)’র পবিত্র মাজার জিয়ারতের দিবসে এই মাজারে এসে বেলারাশিয়ার একজন খ্রিস্টান যুবতী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

রবিবার (৪ জুলাই) ওই মাজারের তথ্য বিভাগ এই খবর দিয়েছে।

বেলারুশ এই নারী পবিত্র মাশহাদ সফরে এই মাজারে এসে ইসলাম ধর্মের প্রধান ও অপ্রধান নানা দিক ও এই ধর্ম গ্রহণের বিষয়ে বিশেষজ্ঞদের কাছে জানতে চান। রুশ ভাষায় তার প্রশ্নগুলোর জবাব দেন ধর্ম বিষয়ক বিশেষজ্ঞরা।

বেলারুশ এই নারী বলেছেন, আমি অনেক পড়াশুনা ও গবেষণার পর বুঝতে পেরেছি যে ইসলাম ধর্মই শ্রেষ্ঠ ও পরিপূর্ণতম। এ ছাড়াও তিনি মাজহাব হিসেবে ১২ ইমামি শিয়া মুসলিম মাজহাবকে বেছে নেয়ার কথাও জানান।

ইসলাম ধর্ম গ্রহণের ওই অনুষ্ঠানে ইমাম রেজার মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে এই নওমুসলিমকে কয়েকটি তবাররুক উপহার দেয়া হয়।

মহানবীর (সা) পবিত্র বংশধারায় তথা আহলে বাইতের ধারায় জন্ম নেয়া সদস্য হযরত ইমাম রেজার পবিত্র মাজারে প্রতি বছর অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করছেন। খ্রিস্টিয় অষ্টম ও নবম শতকের এই মহান ইমাম আব্বাসিয় খলিফা হারুন আর রশিদের পুত্র মামুন-এর সমসাময়িক। মামুন তাঁকে রাজনৈতিক স্বার্থে নিজের উত্তরাধিকারী ঘোষণা করলেও পরে তাঁকে গোপনে বিষ প্রয়োগে শহীদ করে।