ঘোড়া বা হাতির পিঠে চেপে নাচতে নাচতে বিয়ে করতে যাওয়ার সখ অনেকেরই থাকে। কিন্তু করোনাকালীন গাড়ির বনেটে চেপে বিয়ে করতে বেরিয়ে নেটমাধ্যমে ঝড় তুললেন ভারতের মহারাষ্ট্র প্রদেশের তেইশ বছরের এক তরুণী।
গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) ভারতের মহারাষ্ট্র প্রদেশের পুণের বাসিন্দা সাসওয়াদ যাচ্ছিলেন বিয়ে করতে। গাড়িতে ছিলেন তাঁর পরিবার-পরিজনেরা। শুধু গাড়ির বনেটে চেপে ক্ষান্ত থাকা নয়, তা ক্যামেরাবন্দিও করেছেন তিনি। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় দ্রুত ভাইরাল হয়েছে।
গাড়ির বনেটে চেপে বাইরে বেরনোর জন্য মোটর ভেহিকেল আইনে ওই তরুণীকে গ্রেফতার করেছে লোনি কালভোর থানার পুলিশ।
এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা বলেন, ওই তরুণীর পাশাপাশি যাঁরা গাড়িতে ছিলেন আর যিনি ছবি তুলছিলেন, প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে। তাঁদের কারও মুখে মাস্ক ছিল না। তাঁদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন, মহারাষ্ট্র কোভিড আইনে মামলা দায়ের হয়েছে।