মেসির সব গোল খাতায় টুকে রাখেন শতবর্ষী বৃদ্ধ হেরনান

মেসি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। আর্জেন্টিনায় জন্ম হলেও বার্সাও তো মেসির আরেক ঘর। শৈশব থেকে রয়েছেন এ ক্লাবে। জানা গেছে, ৫০ শতাংশ বেতন কমিয়ে বার্সায় আরও ৫ বছরের চুক্তি করছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড লিওনেল মেসি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এই যুগের লিওনেল মেসিরও তেমন এক ভক্ত জুটেছে। তার নাম ডন হেরনান। সোমবার (১২ জুলাই) পৃথিবীর বুকে ১০০ বছর বয়সে পা দিলেন তিনি। আর্জেন্টিনার মেসি ভক্তদের একজন তিনি। আর্জেন্টাইন তারকা মেসির হাতে কোপা আমেরিকা শিরোপা দেখে খুব খুশি হয়েছেন হেরনান।

মেসির প্রতি তাঁর সমর্থনের কারণে অন্য মাত্রা পেয়েছে। তথ্যপ্রযুক্তির যুগে চাইলেই যখন তখন যে কারও গোলসংখ্যা, পরিসংখ্যানভিত্তিক সাইটে দেখে নেওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখে আসা মানুষের মধ্যে হেরনান একজন। তথ্যপ্রযুক্তি আগেই খেলার প্রতি ভালোবাসার টান থাকার কারণে মেসি বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে মেসি কবে, কোন ম্যাচে, কত গোল করেছেন, সব টুকে রাখেন হেরনান। মেসির প্রতি এটাই তাঁর ভালোবাসার বহিঃপ্রকাশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে হেরনানের নাতি হুলিয়ান মাস্ত্রাঙ্গেলো বলেছেন, প্রযুক্তি সমন্ধে তাঁর কোনো ধারণা নেই। তিনি ফোন, ইন্টারনেট, কম্পিউটার, কিছুই ব্যবহার করেন না। খাতায় তিনি মেসির প্রতিটি গোল লিখে রাখেন। সব ম্যাচের ব্যাপারেও লেখা থাকে খাতায়। টিভি দেখতে না পারার পর থেকে সব ম্যাচের খোঁজখবর তিনি আমার কাছ থেকে জেনে নেন। মেসি কত গোল করলেন, সেটা জেনে নেন।

এমন এক ভক্তের খবর মেসির কান পর্যন্ত পৌঁছাবে না, তা হয় না। বর্ষীয়ান এই ভক্তকে ভিডিওবার্তায় শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

এক ভিডিওবার্তায় মেসি বলেন, কেমন আছেন! আপনার গল্পটা জানলাম। আপনি যেভাবে আমার গোলগুলোর হিসাব রাখছেন, তা শুনে খুবই অবাক লেগেছে। আপনাকে অনেক ভালোবাসা এবং যা করছেন সে জন্য ধন্যবাদ। শুভকামনা রইল। দেখা হবে।

মেসির এই ভিডিওবার্তা পাওয়ার পর দাদা-নাতি দুজনেই আবেগে কেঁদে ফেলেন। হেরনানের তো বিশ্বাসই হয়নি মেসি তাএ উদ্দেশ্যে ভিডিওবার্তা পাঠিয়েছেন, এটা যে মেসি, সেটা বিশ্বাস করতে বোলো না।

নাতি তাঁকে বোঝানোর চেষ্টা করে বলেন, হ্যাঁ, মেসিই। ভিডিওবার্তায় তোমাকে শুভেচ্ছা জানিয়েছেন মেসি। হেরনান জানতে চান, ‘সে কোথায়? বাড়িতে?’ হুলিয়ানের জবাব ‘হ্যাঁ, বার্সেলোনায়। সূত্রঃ প্রথম আলো